কলকাতা

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ফাইল ডাউনলোড বিতর্কে মেল-ব্যাখ্যায় সন্তুষ্ট নয় লালবাজার, ইডি আধিকারিককে সশরীরে তলব

লিপ্‌স অ্যান্ড বাউন্ডস ফাইল বিতর্কে ইডিকে মেল করে সশরীরে লালবাজারে এসে ব্যাখ্যা দেওয়ার দিতে বলল কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সংস্থায় ইডির তল্লাশি এবং সংস্থার কম্পিউটারে সন্দেহজনক একাধিক ফাইল ডাউনলোড করা নিয়ে ইডি-র তরফে মেলে করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কিন্তু মেল-ব্যাখ্যায় সন্তুষ্ট নয় লালবাজার। এরপরই কলকাতা পুলিশের তরফে পাল্টা মেল করে কোনও এক জন আধিকারিককে সশরীরে এসে লালবাজারে বিষয়টির ব্যাখ্যা করার জন্য বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর সংস্থা এসডি এন্টারপ্রাইজের সঙ্গে লিপ্‌স অ্যান্ড বাউন্ডস সংস্থাটির লেনদেনের প্রমাণ মিলেছে। সেই সূত্র ধরেই গত ২৬ অগাস্ট লিপস অ্যান্ড বাউন্ডসে ইডি তাল্লাশি অভিযান চালায়। ওই সংস্থার কর্মীর অভিযোগ ইডি তল্লাশির সময় তাদের কম্পিউটারে ১৬ বেআইনিভাবে ফাইল ডাউনলোড করে। এরপরই ওই কর্মী লালবাজারে ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশ সংস্থার দুটি কম্পিউটারও বাজেয়াপ্ত করেছে। লালবাজার এ ব্যাপারে জবাব চায় ইডির কাছে। ১৬টি ফাইল ডাউনলোডের কারণ ব্যাখ্যা করে মেল করে জবাব দেয় ইডি। চিঠিতে উল্লেখ করা হয়, নিউ আলিপুরে সংস্থার অফিসে তল্লাশি শেষের আগে ইডির এক তদন্তকারী অফিসার শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ওয়েবসাইট খুলেছিলেন। ওই অফিসারের মেয়ের জন্য হস্টেল খুঁজতে গিয়ে এই ১৬টি ফাইল কোনওভাবে ডাউনলোড হয়ে যেতে পারে। কিন্তু সেই জবাবে সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ। এবার সেই ব্যাপারেই বিস্তারিত ব্যাখ্যা চেয়ে ইডি আধিকারিককে লালবাজারে সশরীরে হাজিরা দেওয়ার কথা জানিয়ে পাল্টা মেল করল কলকাতা পুলিশ। গোটা ঘটনা ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।