রাজ্য সরকারের কড়া নির্দেশিকা অনুযায়ী আজ থেকে রাজ্যজুড়ে চলছে কার্যত লকডাউন চলছে। আর এই লকডাউন চলবে ১৬ মে থেকে ৩০ মে অবধি। বন্ধ থাকছে সমস্ত সরকারি, বেসরকারি অফিস। শিক্ষাপ্রতিষ্ঠান থাকছে বন্ধ। বাস, অটো, ট্রেন, মেট্রো থাকছে বন্ধ। টিকাকরণ চলবে আগের মতোই। টিকা নিতে যাওয়ার ক্ষেত্রে মিলবে ছাড়। আর রাস্তায় বেরোতে পারবেন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষজন। অনলাইন ডেলিভারির সঙ্গে যাঁরা যুক্ত তাঁরাও বেরোতে পারবেন রাস্তায়। আর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যাঁরা তাঁদের কথা মাথায় রেখেই বিশেষ ‘ই-পাস’ চালু করল কলকাতা পুলিশ। কীভাবে মিলবে এই ‘ই-পাস’? অনলাইনে আবেদন করলেই পেয়ে যাবেন এই পাস।
ই-পাস আবেদনের পদ্ধতি –
• coronapass.kolkatapolice.org ই-পাস পেতে গেলে প্রথমে এই লিঙ্কে ক্লিক করতে হবে।
• নতুন একটি পেজ খুলবে। সেই পেজে নীচের দিকে ‘I Agree’ চেকবক্সে টিক দিতে হবে।
• আবার নতুন একটি পেজ খুলবে। তাতে ‘Individual’ বা ‘Organization’ চেকবক্স থাকবে সেখানে টিক দিতে হবে।
• এরপর আপনার নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাওয়া হবে। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে, কী কারণে যাচ্ছেন-সেই সংক্রান্ত তথ্য দিতে হবে। তারপর ‘I shall not operate/commute in the containment zones’ চেকবক্স আসবে সেখানে টিক দিন। নিজের সচিত্র পরিচয়পত্র জানতে চাওয়া হবে তারপর প্রয়োজনীয় নথিগুলি আপলোড করতে হবে।
• তারপর Submit বাটনে ক্লিক করতে হবে।
• এরপর আপনার ইমেল আইডি বা মেসেজে ইনবক্সে কিউআর কোড সম্বলিত কোড পেয়ে যাবেন আপনি।
• ই-পাস ডাউনলোড করে নিন।
• রাস্তায় বেরোলে চেকিং পয়েন্ট বা পুলিশ পিকেটে দেখাতে হবে এই ই-পাস।
• শুধুমাত্র যে এলাকা দিয়ে যাতায়াত করবেন এবং যতক্ষণের জন্য পাস দেওয়া হয়েছে, সেই সময়টুকু ছাড় দেওয়া হবে।