কলকাতা

রাতভর শহরে বেআইনি হুক্কা বারের বিরুদ্ধে অভিযান, ধৃত ৩

হুক্কা বার বন্ধের নির্দেশের পরও চলছিল বেআইনি ব্যবসা। তাই রাতভর কলকাতা শহরে বেআইনি হুক্কা বারের বিরুদ্ধে অভিযান চালিয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অপরাধ দমন শাখার অফিসাররা একের পর এক হুক্কা বারে হানা দেয়। গভীর রাতে প্রথমে পুলিশ হানা দেয় উত্তর কলকাতার টালা পার্ক থানা এলাকার বিধান সরণিতে। সেখানে একটি রেস্তোরাঁতে বেআইনিভাবে হুক্কা বার চলছিল। এখান থেকে একজনকে গ্রেফতার করে। এরপর গোয়েন্দাদের আরেকটি দল হানা দেয় পার্ক স্ট্রিট থানার অন্তর্গত মুজাফফর আহমেদ স্ট্রিটে। সেখানে ১১৫, মোজাফফর আহমেদ স্ট্রিটে ড্যাডিস ক্যাফে নামে একটি রেস্তোরাতে বেআইনিভাবে হুক্কা বার চলছিল। সেখান থেকে মোট দুজনকে গ্রেফতার করে গোয়েন্দারা। তাদের বিরুদ্ধেও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে । শনিবার দুপুরে ওই দুটি হুক্কা বার থেকে গ্রেফতার হওয়া মোট তিন জনকে আদালতে পেশ করে গোয়েন্দারা।