রামনবমী ঘিরে সাজোসাজো রব লালবাজারে ৷ আগামী 6 এপ্রিল রামনবমীর দিন মহানগরের নিরাপত্তা আঁটোসাঁটো করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে কলকাতা পুলিশে ৷ অতিরিক্ত বাহিনী মোতায়েন থেকে অশান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের নীল নকশাও তৈরি করে ফেলেছেন লালবাজারের শীর্ষকর্তারা ৷ যদিও এই নিয়ে কলকাতা পুলিশের কোনও উচ্চপদস্থ আধিকারিকই মুখ খুলতে নারাজ ৷ যুগ্ম নগরপাল পদের এক আধিকারিক বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হল শান্তিপূর্ণ ভাবে সব কিছু মেটানো । তবে বাড়তি সতর্কতা আমাদের নিতেই হবে । তাই জন্য গত কয়েক বছরের রামনবমীর শোভাযাত্রার নিরাপত্তার থেকে এবারের নিরাপত্তা আরও বেশি ৷” তবে লালবাজারের একটি সূত্র থেকে রামনবমীর নিরাপত্তাজনিত ব্যবস্থা নিয়ে কিছু কিছু তথ্য জানা গিয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে, রামনবমীতে এবার বিভিন্ন এলাকায় মোট পাঁচ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন ৷ এটা কলকাতা পুলিশের ইতিহাসে সবচেয়ে বড় পুলিশ মোতায়েনের মধ্যে অন্যতম বলে অনেকেই মনে করছেন । কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, বড়বাজার, পোস্তা, গিরিশ পার্ক, জোড়াসাঁকো, হেয়ার স্ট্রিট, বউবাজার, কাশীপুর, সিঁথি, চিৎপুর, টালা, শ্যামপুকুর, মানিকতলা, এন্টালি, বেনিয়াপুকুর, তোপসিয়া, বালিগঞ্জ, কালীঘাট, গড়িয়াহাট এলাকার থানাগুলির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে ৷ বিশেষ করে গত বছর যেখানে বড় বড় মিছিল হয়েছে, সেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করছে পুলিশ ৷ সেখানকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে ৷ সূত্রে খবর, তাছাড়া বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে কমব্যাটের উপর । মিছিল কিংবা শোভাযাত্রা চলাকালীন কোনও গন্ডগোল হলে, পুলিশ কীভাবে, তা মোকাবিলা করবে সেই পরিকল্পনাই করা হচ্ছে । এর জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে নিচুতলার পুলিশকর্মীদের । ভিনরাজ্য থেকে আসছে পুলিশের অত্যাধুনিক কমব্যাট পোশাক । তার সঙ্গে থাকবে ঢাল-লাঠিও । লালবাজারের ওই সূত্র জানিয়েছে, আসন্ন রামনবমীর শোভাযাত্রার প্রতিটি মিছিলে থাকবে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা । সেই ক্যামেরাও আনা হচ্ছে বাইরে থেকে । এছাড়াও, থাকছে অত্যাধুনিক মানের লাঠি । কাঁদানে গ্যাস । থাকছে বাড়তি সংখ্যক ড্রোনের ব্যবস্থা । ড্রোন নজরদারি ব্যবস্থা চালু করা হবে, যা মিছিল ও জনসমাগমের উপর রিয়েল-টাইম নজরদারি করবে । থাকছে বিশেষ বডি ক্যামেরাও ।
