কলকাতা

মুকুল রায়কে গ্রেফতারের দাবিতে টুইট কুণাল ঘোষের

মুকুল রায়কে গ্রেফতার করতে হবে ৷ টুইটারে সরব হলেন কুণাল ঘোষ ৷ শুক্রবার সন্ধ্যায় দলেরই নেতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এই মুখপাত্রের টুইট ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে ৷  সকলেই জানতে চাইছেন যে, কেন মুকুল রায়ের গ্রেফতারির দাবিতে সরব হলেন কুণাল ঘোষ ? এই প্রশ্নের উত্তর রয়েছে কুণালের টুইটেই ৷ তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টুইটারে লিখেছেন, ‘‘সারদা ও নারদ মামলায় সিবিআই ও ইডির উচিত মুকুল রায়কে গ্রেফতার করা ৷ আমি তাদের চিঠি পাঠিয়ে আবেদন করেছি যে, তাঁর (মুকুল রায়) সঙ্গে আমাকে যেন মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয় ৷ তিনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী ৷ তিনি ব্যক্তিগত সুরক্ষার জন্য একাধিক রাজনৈতিক দলকে ব্যবহার করেছেন ৷ মুকুল রায়কে ছাড়া উচিত নয় ৷’’ মুকুল রায় এখন তৃণমূলে ৷ কিন্তু খাতায় কলমে তিনি বিজেপির বিধায়ক ৷ তবে শুক্রবারই পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলা খারিজ করে দিয়েছেন ৷ মুকুলকে বিজেপির বিধায়ক হিসেবেই ঘোষণা করেছেন ৷ঠিক তার কিছুক্ষণ পরই মুকুল রায়কে নিয়ে কুণালের এই টুইটকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ৷