কলকাতা

ভোট-পরবর্তী হিংসা নিয়ে মুখ্যসচিবকে তলব জগদীপ ধনকরের, ‘রাজ্যপাল মানসিক অবসাদগ্রস্থ’, কটাক্ষ কুনাল ঘোষের

ভোট-পরবর্তী হিংসা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। নয়া এই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে সোমবার তলব করল রাজভবন। ভোট-পরবর্তী হিংসা রুখতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই তথ্য জানতে চেয়ে তাঁকে ডেকে পাঠালেন রাজ্যপাল। আজ টুইটারে রাজ্যের ভোট-পরবর্তী হিংসা নিয়ে ফের সরব হন রাজ্যপাল। ভোট শেষ হলেও দিকে দিকে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। রাজ্য আদৌ সঠিক পদক্ষেপ নিচ্ছে কিনা তার সংশয় প্রকাশ করে সেই হামলার ঘটনায় রাজ্য এর মোকাবিলা করতে কী কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়ে এদিন টুইট করেন জগদীপ ধনকর। এই কর্মকাণ্ড নিয়ে রাজ্যপালকে ‘মানসিক অবসাদগ্রস্থ’ বলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুনাল ঘোষ বললেন, বিজেপির দালালের মতো কথাবার্তা বলছেন রাজ্যপাল। যা তাঁর একেবারেই শোভা পায় না। উনি একটা অতৃপ্ত আত্মা, মানসিক অবসাদগ্রস্থ বৃদ্ধ৷ তিনি এও বলেন, “ভোটের আগে রাজ্যে পরিবর্তনের ডাক দিয়ে নিজের সাংবিধানিক পদে মর্যাদার অবমাননা করেছিলেন রাজ্যপাল। ভোটের ফলাফলে হতাশাগ্রস্ত হয়েই রাজ্যপাল এ সব মন্তব্য করছেন বলে দাবি করেছেন কুণাল। রাজ্যপাল ধনকড়কে বিজেপির দালাল বলেও অভিযোগ করেছেন তিনি।”