কলকাতা

বিনা প্রমাণে কুৎসা করেছিল অমিত শাহ, তাই অভিষেক মানহানির মামলা করেছিল আদালতে, সেই রাগে এমন পরিস্থিতি তৈরি করেছে: কুনাল

ভোটের মুখে এবার সিবিআইয়ের নজর পড়ল অভিষেক বন্দোপাধ্যায়ের দিকে।  আজ দুপুরে হঠাত্‍ সিবিআইয়ের আধিকারিকেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকায় কয়লাকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়কে নোটিস দিয়ে আসে সিবিআইয়ের আধিকারিকেরা। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই ঘটনা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ , সাজানো রাজনীতি চলছে। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অভিষেকের বিরুদ্ধে বিনা প্রমাণে কুত্‍সা করেছিল অমিত শাহ, অভিষেক তাই মানহানির মামলা করেছিল আদালতে। সেই রাগে এমন পরিস্থিতি তৈরি করেছে অমিত শাহ। বিজেপির বড় নেতা এবং মাঝারি নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করে এসেছে, তাঁদের নির্দেশেই চিত্রনাট্য তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলা করেছিল, আগামীকাল সেই মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল অমিত শাহের। আদালতে মুখ রক্ষার জন্য অমিত শাহ এই পরিস্থিতি তৈরি করেছেন। এটা চিত্রনাট্যের সাজানো হয়েছে অভিষেকের মামলার হাজিরা আগে কুত্‍সা করার জন্য এবং কালি মাখানোর জন্য এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথা উঁচু করে এই লড়াই লড়বে। বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে বলে দাবি রাখেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।