জেলা

কুড়মি সমাজকে অপমান, বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘিরতে চলেছেন আদিবাসীরা

কুড়মি সমাজকে অপমান করার অভিযোগ উঠেছিল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে। বিজেপি নেতা ক্ষমা না চাইলে তাঁর বাসভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন কুড়মিরা। সেই ঘোষণা মতো বুধবার দিলীপ ঘোষের বাড়ি ঘেরাও করতে চলেছেন তাঁরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রবিবার লালগড়ে নিজের কর্মসূচিতে যাওয়ার পথে কুড়মি আন্দোলনকারীদের দ্বারা বাধাপ্রাপ্ত হন। পরের দিন কুড়মি আন্দোলনকারীদের নিশানা করে বেঁফাস ও অপমানজনক মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি  বলেন, ‘বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে দেব আমি। দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে।’ এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। কুড়মি সমাজ দিলীপব ঘোষের ক্ষমা চাওয়ার দাবি তোলে। ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘন্তা সময় বেঁধে দেওয়ায় হয়। কিন্তু তিনি ক্ষমা চাননি। উলটে মঙ্গলবার বিজেপি জনেতা বলেন, ‘যে অন্যায় করে সে ক্ষমা চায় আমি অন্যায় করিনি, যারা আমার রাস্তা ঘেরাও করেছে, আমার বাড়িতে এসছে মজার ব্যাপার।’ বুধবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলা থেকেও কুড়মি আন্দোলনকারীরা দিলীপের বাসভবন ঘেরাও অভিযানে সামিল হবেন বলে জানা গিয়েছে।