সুপ্রিম নির্দেশে আরও এক সপ্তাহের জন্য রক্ষাকবচ বাড়ল লালার। আগামী ১৩ এপ্রিল পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে, এদিন ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। নিজাম প্যালেসে প্রায় ৭ ঘণ্টা ধরে চলে জেরা। গত ৩০ মার্চ দীর্ঘ টালবাহানার পর সিবিআই দফতরে হাজিরা দেন লালা। সুপ্রিমকোর্টের রক্ষাকবচকে কাজে লাগিয়ে ওইদিন কেন্দ্রীয় গোয়েন্দাদের মুখোমুখি হন ব্যবসায়ী লালা। নিজাম প্যালেসে সিবিআই দফতরে লালাকে জেরা করেন তদন্তকারীরা। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে। বেআইনি এই ব্যবসার সঙ্গে সরকারি সংস্থার কোন কর্মী, রাজনৈতিক ব্যক্তিদের যোগ রয়েছে তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে খোঁজ করছে সিবিআই।