আজ পুজোর ‘গাইড ম্যাপ’ প্রকাশ করল লালবাজার। এবারও করোনা পরস্থিতির মধ্যেই দুর্গাপুজো। গতবারের মতো এবছরেও একগুচ্ছ নিয়ম বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মণ্ডপের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, প্রতিমা দর্শন করতে হবে বাইরে থেকেই। আরও কী কী নিয়ম মানতে হবে তার সুস্পষ্ট রূপরেখা দিয়েছে রাজ্য সরকারও। এইসব নিয়ম মেনে জনসাধারণকে প্রতিমা দর্শনের সুযোগ করে দেওয়া, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড়-জমায়েত রোখা, পাশাপাশি দুর্ঘটনা রোধে কী করণীয় তা আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে কলকাতা পুলিশ। প্রস্তুতি শুরু হয়ে গেছে এক মাস আগে থেকেই। আজ গাইড ম্যাপ সামনে এনে জনসাধারণকে আরও বেশি সতর্ক থাকার বার্তা দিল কলকাতা পুলিশ। এদিন লালবাজারের অনুষ্ঠানে গাইড ম্যাপ প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র। তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গত এক বছরে দুর্ঘটনা রোখা থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, সবেতেই সার্বিক উন্নতি হয়েছে। এ বছর পুজোয় পাঁচ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। রাজ্য সরকারের নির্দেশিকায় পুজোতে যেসব বিধি মানার কথা বলা হয়েছে তা সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা সেদিকে কড়া নজর থাকবে। শহরের সমস্ত পুজো মণ্ডপের তথ্য থাকবে গাইড ম্যাপে। কলকাতা পুলিশ জানাচ্ছে, ম্যাপে সমস্ত বড় পুজো আলাদা ভাবে চিহ্নিত করা রয়েছে। সেই সঙ্গে ওই পুজোগুলির কাছাকাছি পার্কিং লট কোথায়, কোন রাস্তা দিয়ে পৌঁছনো যাবে তা চিহ্নিত করা রয়েছে। তাছাড়া ভিড় নিয়ন্ত্রণ, আপত্কালীন পরিস্থিতি তৈরি হলে বা দুর্ঘটনার জেরে পূর্ব নির্ধারিত রাস্তায় অনেক সময় যান নিয়ন্ত্রণ করতে হয়। কখন কোন পথে কীভাবে যান নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে গাইড করার জন্য অনেক পুলিশ থাকবে শহরের রাস্তায়। http://www.kolkatatrafficpolice.gov.in/images/Beng_map.jpg এই লিংক-এ ক্লিক করে দেখে নিন এবারের পুজোর ‘গাইড ম্যাপ’।