দেশ

রাবড়িকে জিজ্ঞাসাবাদের পরে লালুপ্রসাদ যাদবকে তলব করল সিবিআই

ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। জমির বিনিময়ে চাকরি দুর্নীতি মামলার তদন্তে রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদের পরে এবার আরজেডি সুপ্রিমোকে তলব করল সিবিআই। আজ সোমবার দুপুরে ইমেলে এক নোটিশ পাঠিয়ে প্রবীণ রাজনেতা আগামিকাল মঙ্গলবার দিল্লিতে সংস্থার সদর দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আরজেডি নেতৃত্বের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই হোলির আগের দিন প্রাক্তন রেলমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের অছিলায় দিল্লি তলব করা হয়েছে। সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে পাল্টা সিবিআইকে ইমেল পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন লালু।