Posted onAuthorবঙ্গনিউজComments Off on উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিধস, মৃত ৪
উত্তরাখণ্ডের চামোলিতে ভূমিধসের কবলে পড়ল তিনটি বাড়ি। এখনও অবধি এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল উত্তরাখণ্ডের চামোলি জেলার থারালি এলাকা। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে তারা।