দেশ

গান্ধী জয়ন্তীতে লেহ-তে বিশ্বের সর্ববৃহৎ খাদির তৈরি জাতীয় পতাকা উত্তোলন

মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিনে অভূতপূর্ব কৃতিত্বের নজির গড়ল ভারতীয় সেনা। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর শনিবার কেন্দ্রশাসিত অঞ্চলটিতে খাদি কাপড়ের তৈরি একটি ‍’তেরঙা’ উত্তোলন করেন, যা খাদি কাপড়ের তৈরি বিশ্বের সবচেয়ে বড় জাতীয় পতাকা। বাপুজির সঙ্গে খাদি সমার্থক, তাই এই জাতীয় পতাকাটি বিশেষ গুরুত্ব বহন করছে। কেন্দ্র শাসিত লাদাখের রাজধানী লেহ-তে এদিনের উত্তোলিত জাতীয় পতাকাটির দৈর্ঘ্য ২২৫ ফুট, প্রস্থ ১৫০ ফুট এবং ওজন এক হাজার কিলোগ্রাম।
দুই দিনের লাদাখ সফরে রয়েছেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এদিনের পতাকা উত্তোলনের অনুষ্ঠানে তিনি ছাড়াও সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। একাধিক শাসক দলের নেতা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ট্যুইট করে সেই দৃশ্য শেয়ার করেছেন। ভিডিও পোস্ট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া লিখেছন, এটা বিরাট গর্বের মুহূর্ত যে গাঁধীজির জয়ন্তীতে লাদাখের লে-তে বিশ্বের সবচেয়ে বড় তেরঙ্গা পতাকার উত্তোলন হল। আমি বাপুর স্মৃতি মনে রেখে, ভারতীয় শিল্পকর্মকে তুলে ধরে দেশকে সম্মান জানানোর এহেন উদ্যোগকে কুর্নিশ করছি।