দেশ

‘দরকার সকলের জন্য শিক্ষা-স্বাস্থ্য’, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন বিদায়ী রাষ্ট্রপতি 

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে দেশের প্রতিটি নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তারা দেশসেবার জন্য আমায় সুযোগ করে দিয়েছেন। ‘ কোবিন্দ জানান, ‘পাঁচবছর আগে ভারতীয় নাগরিকদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে আমি রাষ্ট্রপতি পদে নির্বাচিত হই। আজ, রবিবার আমার এই পদে থাকার মেয়াদ শেষ হচ্ছে। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।‘ এদিনের ভাষণে বিদায়ী রাষ্ট্রপতি করোনাকালে দেশের ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেন। সেই সঙ্গে গুরুত্ব আরোপ করেন স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় বিদায়ী রাষ্ট্রপতি বলেন, ‘করোনাকালে দেশ তথা দেশবাসী এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখি হয়েছিল। পরিস্থিতি দেখিয়ে দিয়েছে, আমাদের স্বাস্থ্য পরিকাঠামো কতটা দূর্বল। স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। দরকার সকলের জন্য শিক্ষা ও স্বাস্থ্য। শিক্ষা আর স্বাস্থ্য ঠিক থাকলে দেশের আর্থিক অগ্রগতি কেউ রোধ করতে পারবে না।’ বিদায় বেলায় রাষ্ট্রপতি পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন। দেশবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, পরিবেশ রক্ষার দায় এবং দায়িত্ব আমাদের সকলের। পরিবেশ রক্ষা করতে না পারলে দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তার সুফল থেকে অনেকেই বঞ্চিত হবেন।