লেবাননের রাজধানী বেইরুটে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে গোটা শহর। বিস্ফোরণটি শহরের বন্দর এলাকায় ঘটেছে। বন্দর এলাকার বড় অংশে বহু বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পড়ে বহু বাড়ির ছাদ এবং জানলা দরজা ভেঙে পড়ে। এমনকি বাড়ি থেকে জানলা দরজা ভেঙে কয়েক মাইল দূরের রাস্তাতেও এসে পড়ে। বেইরুটের বাসিন্দারা সন্ধের সময় বন্দর এলাকায় কুন্ডলী পাকানো ধোঁয়া দেখতে পান। এবং খুব জোড়ে শব্দ হয় এলাকায়। এর পরই জানা যায় বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। কতজন মানুষ এখনও পর্যন্ত আহত হয়েছেন তার সঠিক খবর পাওয়া যায়নি। বাড়ি ঘরেরই বা কতটা ক্ষতি হয়েছে তাও সঠিক জানা যায়নি। এবং কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও এখনও জানা যায়নি। তবে বিস্ফোরণের আওয়াজ এতটাই তীব্র ছিল বহুদূরে থাকা দোকানের কাঁচ, বাড়ির জানালার কাঁচও ভেঙে পড়ে।