বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন, ২০১৬ থেকে বারবারই জল্পনা তৈরি হয়েছে কংগ্রেস-সিপিএম জোটকে কেন্দ্র করে। কখনও জোট হয়েছে কখনও হয়নি, কিন্তু জল্পনা থামেনি। আর এবার সব রাজনৈতিক দলেরই পাখীর চোখ ২০২১ বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রেও আবারও কংগ্রেস সিপিএম জোটকে কেন্দ্র করে কিছুটা হলেও সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজ্য রাজনীতি। আর এবার, জোটের প্রার্থী হিসেবে অধীর চৌধুরিকে মুখ করে নির্বাচনে যাওয়া উচিত্ বলে কংগ্রেসের একটা অংশ দাবি করলে, তা কার্যত ফুত্কারে উড়িয়ে দিল সিপিএম। বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিকল্প কিনা অধীর চৌধুরী, যে তাঁর নিজের জেলাতেই নিজের দলের প্রার্থীদের জেতাতে পারে না। যে তাঁর নিজের দলের বিধায়কদের-নেতাদের দলে ধরে রাখতে পারে না। তাই তিনি আর যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নন। তাই তাঁকে মুখ করে ভোটে যাবে না বামেরা। তাতে যদি জোট নাও হয় নাও হবে। এমনটাই জানিয়ে দিল রাজ্য বাম নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে বামেদের আসন রফা সংক্রান্ত আলোচনা এখনও শুরু হয়নি। কিন্তু সেই আলোচনা শুরুর আগেই কংগ্রেসের একটি অংশ প্রকাশ্যেই সরব হয়েছে আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরে ভোটে যেতে। কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েই তীব্র আপত্তি রয়েছে বামেদের।