হাসপাতাল থেকে চোখের অপারেশনের পর ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ৷ তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত নেটপাড়া ৷ পাশে ছেলেরা কোথায় উঠল প্রশ্ন ৷ এদিন ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, ৮৯ বছয় বয়সী অভিনেতা বেসরকারি এক চোখের হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন ৷ জানা যায়, তাঁর কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশন হয়েছে ৷ এই প্রবীণ অভিনেতার ডান চোখে ব্যান্ডেজ লাগানো অবস্থায় দেখা যায়। জানা যাচ্ছে, তাঁর ডান চোখেই দেখতে সমস্যা হচ্ছিল। হাসপাতাল থেকে বেরোনোর পর অভিনেতার জোশ দেখে মুগ্ধ নেটপাড়া ৷ তিনি চিত্রসাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৷ তিনি অনুরাগীদের ধন্যবাদও জানান ৷ ধর্মেন্দ্র বলেন, “আমি আমার দর্শকদের ভালোবাসি ৷ আমি স্ট্রং ৷ এখনও অনেক দম আছে ৷ মনের জোর অনেক ৷ আমার চোখে গ্রাফট হয়েছে ৷ তাই এসেছিলাম ৷”
