এর আগেও হলিউড স্টার অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে রাজনৈতিক এবং সামাজিক নানা বিষয়ে মতামত রাখতে দেখা গিয়েছে ৷ এমনকী বছর দুয়েক আগে চেন্নাইয়ের জলের সমস্যাও বিচলিত করেছিল তাঁকে, নিজের উদ্বেগ প্রকাশও করেছিলেন তিনি ৷ এবার রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ইউক্রেনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এই অভিনেতা ৷ ইউক্রেনের সমর্থনে সম্প্রতি ১০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি ৷ অবশ্য় ইউক্রেনের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে তাঁর কিছুটা ব্যক্তিগত সম্পর্কও জড়িয়ে রয়েছে ৷ অভিনেতার দিদিমা হেলেন ইনডেনবিরকেন জন্মগ্রহণ করেছিলেন ওডেসায় ৷ পরে ১৯১৭ সালে তাঁরা জার্মানিতে চলে যান ৷ ডিক্যাপ্রিওর মায়ের জন্ম হয় জার্মানিতেই ৷ মা এবং দিদিমার খুব কাছের ছিলেন ডিক্যাপ্রিও ৷ দিদিমা শুরু থেকেই তাঁর এই অভিনেতা হওয়ার স্বপ্নকে ভীষণ সমর্থন করতেন ৷