দেশ

‘ভারত-চিন সীমান্তে কী চলছে, তা দেশবাসীকে জানাক কেন্দ্র’, টুইট রাহুলের

ভারত-চিন সীমান্তে কী হচ্ছে তা দেশবাসীকে জানানো উচিত কেন্দ্রীয় সরকারের। সীমান্তের এই সমস্যা কোনওমতেই কেন্দ্রের চেপে যাওয়া উচিত নয় বলে মনে করেন রাহুল গান্ধী। তিনি এদিন টুইট করে বলেন, সীমান্তের পরিস্থিতি নিয়ে সরকারের এই নীরবতা বড় কোনও বিপদের ইঙ্গিত দিচ্ছে। সরকার দেশবাসীকে পরিষ্কার করে বলুক, ঠিক কী হচ্ছে সীমান্তে! লাদাখ নিয়ে কী ভাবছে কেন্দ্রীয় সরকার, তা জানানোর দাবি আগেও করেছেন কংগ্রেস সভাপতি। তাঁর দাবি, এই বিষয়টি নিয়ে স্বচ্ছতা রাখা উচিত কেন্দ্রের। রাহুল লিখেছেন, ‘এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কী, সেই বিষয়ে জনগণকে বিশদে জানানো উচিত সরকারের। এই বিষয়ে সঠিক তথ্য জানতে না পারলে আমাদের পক্ষে অবস্থান স্থির করা কঠিন কাজ হয়ে দাঁড়াবে। বিশেষত লাদাখ এবং চিন একটি জীবন্ত ইস্যু। তাই সরকারি স্তরে চূড়ান্ত স্বচ্ছতার প্রয়োজন।’