জেলা

স্বাস্থ্যসাথীতে পরিষেবা না দিলে লাইসেন্স বাতিল, হাসপাতাল গুলিকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্যসাথীতে হেনস্থা হলেই থানায় যান

রাণাঘাটে জনসভা থেকে স্বাস্থ্যসাথী নিয়ে বেসরকারি হাসপাতালগুলিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্টই জানিয়েছেন, যে সব হাসপাতাল স্বাস্থ্যসাথীতে পরিষেবা দিতে পিছপা হবে বা গড়িমসি করবে, তাদের বিরুদ্ধে যে কেউ থানায় অভিযোগ জানাতে পারবেন। সেরকম অভিযোগ পেলে সরকার লাইসেন্স বাতিলও করতে পারে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যসাথী আমার সাথী, আমিও সেই পরিষেবা পেয়েছি। সব বেসরকারি হাসপাতাল, বড়-ছোট হাসপাতাল স্বাস্থ্যসাথীতে যুক্ত হবে। এটা সরকারি প্রকল্প, সাধারণ মানুষকে এই সুবিধা দিতেই হবে।’ একধাপ এগিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষকে এই নিয়ে হয়রানি করলেই থানায় গিয়ে পুলিশে অভিযোগ করবেন। এই অভিযোগ পেলে সরকার তা খতিয়ে দেখে লাইসেন্স বাতিল করার ক্ষমতা রাখে।’ যদিও ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বৈঠক করেছেন হাসপাতালের সঙ্গে বলেও জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সামনে এসেছে, স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও বেশ কিছু হাসপাতাল রোগীদের চিকিত্‍সা দিচ্ছে না। পাশাপাশি, বেশি পরিমাণ বিলের অভিযোগও আসছে। এই নিয়ে ইতিমধ্যেই বেসরকারি হাসাপাতালের সঙ্গে রাজ্যের একদফা বৈঠক হয়েছে। তবে এখনও তার সমাধানসূত্র বেরোয়নি বলেই জানা গিয়েছে। সেই সময়ই মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহালমহল।