দেশ

এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ, নির্দেশিকা জারি অর্থমন্ত্রকের

এবার থেকে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ ৷ পরিবর্তে থাকবে চিফ এগজিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টরের পদ ৷ এই অর্থবর্ষেই নতুন নিয়ম কার্যকর করবে কেন্দ্রীয় সরকার ৷এবার থেকে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা এলআইসিতে থাকবে না কোনও চেয়ারম্যানের পদ ৷ পরিবর্তে থাকবে চিফ এগজিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টরের পদ ৷ এই অর্থবর্ষেই নতুন নিয়ম কার্যকর করবে কেন্দ্রীয় সরকার ৷ বীমা তালিকাভুক্তকরণের সুবিধার্থে সরকার ইতিমধ্যে তার অনুমোদিত শেয়ার মূলধনকে ২৫ হাজার কোটি টাকা বাড়নোর অনুমোদন দিয়েছে । পাশাপাশি অর্থ মন্ত্রকের আওতাধীন অর্থনীতি বিষয়ক অধিদফতর নিরাপত্তা চুক্তি বিধিমালার সংশোধন করেছে ।