আজ মঙ্গলবার থেকে ছাড় পাওয়া গেল রাজ্যের বিভিন্ন মদের দোকান খোলা থাকার। গতকালই লকডাউনের নয়া নির্দেশিকা জারি হয়েছে রাজ্যে। নবান্ন থেকে জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে করোনা বিধি মেনে দুপুর ১২ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত রাজ্যে মদের দোকান খোলা থাকবে। তবে দোকান খোলা রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অনুমতি থাকতে হবে। বিভিন্ন জায়গায় সংক্রমণের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই জেলা প্রশাসনের অনুমতি দানের সিদ্ধান্তটি নিয়েছে রাজ্য সরকার। প্রয়োজনে জেলা প্রশাসন দোকান বন্ধ রাখার নির্দেশ দিতে পারে। আবগারি দপ্তর জানিয়েছে, খুচরো দোকানের মধ্যেই ধরা হবে ফরেন লিকার অফশপগুলিকে। তবে বার ও রেস্তরাঁ আগের মতোই বন্ধ থাকবে। সেক্ষেত্রে কোনও ছাড় দেওয়া হয়নি। রাজ্যজুড়ে ফের মদের দোকান খুলে দেওয়ায় নিঃসন্দেহে খুশি হাওয়া সুরাপ্রেমীরা। উল্লেখ্য, করোনা মোকাবিলায় রাজ্যে জারি রয়েছে একাধিক বিধিনিষেধ। সেই বিধিনিষেধেই এবার কিছুটা ছাড় দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সেই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকছে দোকান, বাজার। বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত শাড়ি এবং গয়নার দোকান খোলা থাকার কথা। মিষ্টির দোকান খোলার ক্ষেত্রেও বেঁধে দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। তবে পাটশিল্প এবং নির্মাণ ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া হয়েছিল। খুচরো দোকানও খোলা রাখতে দেওয়া হোক, এই আবেদন জানিয়েছিলেন ব্যবসায়ীরা। সেই অনুরোধ অনুযায়ী বিধিনিষেধের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, খুচরো দোকান এবার বেলা ১২টা-৩টে পর্যন্ত খোলা থাকবে। ১০ শতাংশ কর্মী নিয়ে তথ্যপ্রযুক্তি কেন্দ্রে শুরু করা যেতে পারে কাজ। টিকাকরণ হয়ে গিয়েছে এমন শ্রমিককে নিয়ে নির্মাণ কাজ করা যেতে পারে। তবে সবক্ষেত্রেই দূরত্ববিধি মানা বাধ্যতামূলক।