২০২০ সালে দুর্গাপুজোয় প্য়ান্ডেলে প্য়ান্ডেলে ঠাকুর দেখার দফারফা হয়েছিল করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে। নমো নমো করে পুজো হলেও দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট। গত বছর দুর্গাপুজোর আয়োজনে বিধিনিষেধ চেয়ে জনস্বার্থে মামলা হয়েছিল। পরবর্তী সময় হাইকোর্ট নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিয়ে দুর্গাপুজোয় ছাড় দেয়। আগেরবারের মতোই দুর্গাপুজোর দিনগুলোয় জারি থাকুক কড়া নির্দেশিকা। এই মর্মে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। মামলাকারী এ বছরও সেই নির্দেশ বহাল রাখার আবেদন জানিয়েছেন। ফলে চলতি বছরও পুজোর ঠাকুর দেখার ক্ষেত্রে তৈরি হল অনিশ্চিয়তা। সূত্রের খবর, বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের বেঞ্চে এই মামলাটি দায়ের হয়েছে। জানা যাচ্ছে, শুক্রবারই হতে পারে শুনানি। গতবছর কলকাতা হাইকোর্টে দুর্গাপুজো নিয়ে জনস্বার্থ মামলার নেপথ্যে ছিলেন বাম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেবার করোনা সংক্রমণ অনেকটাই বেশি ছিল। ফলে হাইকোর্টের নির্দেশিকা মেনে কড়া হাতে পুজো মণ্ডপে নজরদারি চালিয়েছিল পুলিশ-প্রশাসন। এবারও করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তার আগেই এই জনস্বার্থ মামলা যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অন্যদিকে, দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে আগেই জানিয়েছিলেন, এবারও করোনা বিধি মেনেই পুজো হবে। তবে ঠাকুর দেখা নিয়ে তিনি জানিয়েছিলেন, পরিস্থিতি বিচার করে সময়মতো সিদ্ধান্ত নেবে প্রশাসন। নাইট কার্ফু থাকবে কিনা, মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার গাইডলাইন কি হবে সেটা পরে ঠিক করা হবে বলে সেদিন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার আগেই জনস্বার্থে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। এখন দেখার হাইকোর্ট কী ব্য়বস্থা নেয় এই বিষয়ে।