মধ্যপ্রদেশের কোতওয়ালি পুলিশ স্টেশনের সাব ইনস্পেক্টর ও স্টেশন ইনচার্জকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৮ জনকে অর্ধনগ্ন করে প্যারাড করানো, মারধর সহ তাঁদের ভিডিও তুলে ঘৃণ্য কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এই ৮ জনের মধ্যে রয়েছেন এক স্থানীয় সাংবাদিক। জানা গিয়েছে, এই সাংবাদিক স্থানীয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কিছু প্রশ্ন করেন পুলিশকে, যার পরই তাঁদের গ্রেফতার করা হয়। তারপরই ঘটে এমন কাণ্ড। যদিও স্থানীয় ওই নেতা তথা বিধায়ক কেদারনাথ শুক্লা পাল্টা অভিযোগ পেশ করেছেন এক শিল্পীর
করা মন্তব্যের প্রেক্ষিতে। এসপি মুকেশ শ্রীবাস্তব এদিন জানিয়েছেন যে, কোতওয়ালি পুলিশ স্টেশনের স্টেশন ইনচার্জ মুকেশ সোনি ও সাবইনস্পেক্টর অভিষেক সিং পারিহারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চলবে তদন্ত। এসপি মুকেশ শ্রীবাস্তব জানিয়েছেন, ‘বিষয়টির তদন্ত করছেন অ্য়াডিশনাল সুপারিন্টেডেন্ট অমিত সিং। আমরা তদন্ত শেষ হওয়ার আগে কোনও মন্তব্য করব না।’ এদিকে স্থানীয় ইউটিউব চ্যানেলের সাংবাদিক কনিষ্ক তিওয়ারির অভিযোগ করেছেন, তাঁকে ও আরও সাতজনকে পুলিশ স্টেশন থেকে এসে তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ স্টেশনের ভিতর তাঁদের অর্ধনগ্ন করে প্যারাড করানো হয়। সেই অবস্থার ভিডিও ও ফটোগ্রাফ তুলে তা নিয়ে ঠাট্টা মশকরা করা হয়েছে।