কলকাতা

শিয়ালদহ শাখায় ১০ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল

এবার টানা ১০ ঘণ্টার জন্য বন্ধ হতে চলেছে শিয়ালদহের দমদম শাখায় লোকাল ট্রেনের পরিষেবা। পূর্ব রেলের শিয়ালদহ উত্তরের দমদম শাখায় শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। সূত্রের খবর, ব্রিজের গার্ডারিংয়ের কাজের জন্য বিভিন্ন শাখার ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ ও দমদমের মাঝে ২২ নম্বর ব্রিজের গার্ডারিংয়ের কাজ করা হবে। সেই কারণে দশ ঘণ্টা ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার গভীর রাত থেকে রবিবার সাড়ে ন’টা পর্যন্ত দমদম শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এই কাজ চলাকালীন সময়ে বিভিন্ন শাখার মোট ৩৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই সময়ে দূর পাল্লার ট্রেন চলাচলের ক্ষেত্রেও প্রভাব পড়বে। দূরপাল্লার যে ট্রেনগুলি শিয়ালদহ ও কলকাতা আসার কথা রয়েছে ওই সময়ের মধ্যে সেগুলিও মাঝপথে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যে ৩৮টি ট্রেন বাতিল করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে আপ ও ডাউন লোকাল ট্রেন। তালিকায় রয়েছে হাবড়া, ডানকুনি, রানাঘাট, কল্যাণী, দত্তপুকুর, হাসনাবাদ, বারাকপুর, নৈহাটি, বারাসত, শান্তিপুর, বজবজ, গেদে লোকাল। পাশাপাশি যে এক্সপ্রেস ট্রেনগুলি মাঝপথে দাঁড়িয়ে থাকবে সেগুলির মধ্যে রয়েছে ডাউন গৌড়, দার্জিলিং, কাঞ্চনকন্যা, বালিয়া ও পদাতিক এক্সপ্রেস। কাজের জন্য আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বেশকিছুক্ষণ দেরিতে ছাড়বে। অন্যদিকে যাত্রীদের জন্য বড় খবর শুনিয়েছে রেল। জুলাই মাসের শুরু থেকেই সব ট্রেনে অসংরক্ষিত কামরা ফিরিয়ে আনছে রেল। কোভিডের কারণে এই পরিষেবা বন্ধ রেখেছিল ভারতীয় রেল।