জেলা

মেদিনীপুর নয়, খড়গপুর পর্যন্ত চলবে লোকাল ট্রেন

হাওড়া থেকে আর যাওয়া যাবে না মেদিনীপুর। খড়্গপুর পর্যন্তই চলবে লোকাল ট্রেন। রেলের যাত্রাপথে আসছে বদল। শুক্রবার এমনই ঘোষণা করল দক্ষিণ-পূর্ব রেল।হাওড়া-খড়গপুর ডিভিশনে দক্ষিণ-পূর্ব রেলের তরফে ৬ জোড়া লোকাল ট্রেনের যাত্রা পথে বদল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ১২ টি লোকাল ট্রেন ট্রেনের যাত্রা পথ কাটছাঁট করা হচ্ছে। চলতি মাসের ১৭ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত হাওড়া থেকে কেবল খড়গপুরই পর্যন্ত চালু থাকবে হাওড়া-মেদিনীপুর লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেলের তরফ জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, হাওড়া-খড়গপুর ডিভিশনের গোকুলপুর স্টেশনে আধুনিকীকরণের কাজ শুরু হয়েছে। সে কারণেই লোকাল ট্রেন খড়্গপুর পর্যন্ত সীমিত করা হল।