কালীপুজোর আগেই ফের লকডাউন! ইতিমধ্যেই রাজ্য জুড়ে অনেকগুলি জায়গায় কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। রাজপুর-সোনারপুর পুরসভার ১৯ টি ওয়ার্ড মাইক্রোকনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আগামী ২৮, ২৯ ও ৩০ অক্টোবর বাজার-হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ওই তিনদিন কার্যত লকডাউন সোনারপুরে। কলকাতা লাগোয়া সোনারপুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যআ নিয়ে উদ্বেগ বাড়ছে জেলা প্রশাসনের। এ নিয়েই হরিনাভীতে রাজপুর সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জেলাশাসকের নির্দেশে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমন পোদ্দার, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র, এসিএমওএইচ ইন্দ্রনীল মিত্র, সোনারপুর ও নরেন্দ্রপুর থানার আইসি ও পুর-প্রশাসকমণ্ডলীর সদস্য ও বিভিন্ন বাজার কমিটির মেম্বাররা। এই বৈঠকেই আগামী ২৮, ২৯ ও ৩০ তারিখ এই তিনদিন সোনারপুর পুর-এলাকায় কার্যত লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়। অত্যাবশকীয় পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে বলে জানালেন মহকুমাশাসক। মাস্ক ব্যবহার ও কোভিড বিধি পালনেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যদিও আগে থেকেই ১, ৬, ২৯. ৩১, ৩২, ১১, ১২, ১৫, ১৬, ২৬ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় মাইক্রো-কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয় পুরসভার তরফে। সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছিল। কারণ, পুজো কাটতেই সোনারপুরের ওই সমস্ত এলাকাগুলিতে ক্রমেই বেড়েছে সংক্রমণ। যার ফলে ওই এলাকাগুলিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করতে বাধ্য হয়েছে প্রশাসন।