বিনোদন

প্রয়াত অস্কারজয়ী অভিনেত্রী লুইস ফ্লেচার

অস্কারজয়ী প্রবীণ অভিনেত্রী লুইস ফ্লেচার শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর ৷ অভিনেত্রীর পরিবারের তরফে জানানো হয়েছে ফ্রান্সের মন্টদুরাসে নিজের বাড়িতে বয়সজনিত কারণেই মৃত্যু হয়েছে অভিনেত্রীর ৷ মিলোস ফরম্যান পরিচালিত ১৯৭৫ সালের ‘ওয়ান ফ্লিউ ওভার দ্য কুকু’স নেস্ট’ ছবিতে তাঁর অভিনয়ের জন্যই সবচেয়ে বেশি পরিচিতি পান লুইস ফ্লেচার ১৯৭৬ সালে তাঁর এই চরিত্রের জন্য সেরা অভিনেত্রী হিসাবে অস্কারও জিতেছিলেন লুইস ।