কলকাতা দেশ

ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ!

হালকা শীতের আমেজে মত্ত গোটা বাংলা। যদিও জাঁকিয়ে ঠান্ডা পড়তে এখনও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারের মধ্যে এই ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা।  শ্রীলঙ্কা উপকূল ও তামিলনাডু সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সোমবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে। তবে শেষ পর্যন্ত তার গতিবিধি কোনদিকে যায় সেদিকে নজর রয়েছে হাওয়া অফিসের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে নিম্নচাপের কোনও প্রভাব বাংলার উপর পড়বে না। তবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি আন্দামানে। ইতিমধ্যেই নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সপ্তাহভর চলবে এই বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে ১১ রাজ্যে তুমুল ঝড়বৃষ্টি হবে। তামিলনাড়ু, পুদুচেরী, কেরলে ২৫ নভেম্বর থেকে শুরু হবে ভারী বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় মেঘলা থাকবে আকাশ। মৎসজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। সমুদ্র উত্তাল থাকবে সে কারণে দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর সংলগ্ন এলাকায় মৎসজীবীদের যেতে নিষেধ করা হচ্ছে। অন্যদিকে কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ এবং মনোরম আবহাওয়া। সকাল ও রাতে হালকা শীতের আমেজ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা সামান্য কমে ফের ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ। আগামী কয়েক দিন খুব একটা তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা কম। নতুন করে তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনাও নেই। আগামী ৪-৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।