কলকাতা

আগামী সোমবার ‘মায়ের রান্নাঘর’ থেকে ৫ টাকায় ডিম ভাত, গরিবের পাশে মুখ্যমন্ত্রী

মেনুতে থাকবে ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে সবজি, ডাল ও ডিম

বাজেটে পাশ হওয়ার সাতদিনের মধ্যে কলকাতায় চালু হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করা ‘মায়ের রান্নাঘর’। মমতা সরকারের উদ্যোগে কলকাতা পুরসভা এবার ‘মায়ের রান্নাঘর’ নামক একটি কর্মসূচি চালু করছে। এখানে ৫ টাকা বিনিময়ে মিলবে সুলভে পুষ্টিকর খবার। পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই এই সুবিধা পাওয়া যাবে। মেনুতে থাকবে ২০০ গ্রাম চালের ভাতের সঙ্গে সবজি, ডাল ও ডিম। আপাতত কলকাতার ১৬টি বরোতেই দুপুরে এই খাবারের জোগান দেবে পুরসভা। সাধারণ মানুষ রাজ্য সরকার ও পুরসভার ‘মায়ের রান্নাঘর’ থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। মেনুতে থাক ২০০ গ্রাম চালের ভাত। অর্থাত্‍ পেটও ভরবে, পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিও থাকবে আহারে। আগামী সোমবার বিকেল ৩টেয় স্বয়ং মুখ্যমন্ত্রী ভারচুয়ালি ১৬টি বরোতেই একসঙ্গে এই পরিষেবার সূচনা করবেন। তবে মঙ্গলবার থেকে প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত এই খাবার বণ্টন করা হবে। ৫ ফেব্রুয়ারি নিজের পেশ করা বাজেটে গরিবদের জন্য রান্না করা খাবার চালুর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন স্কুলেগুলিতে মিড-ডে মিল হিসেবে রান্না করা খাবার ছাত্র-ছাত্রীদের জোগান দিচ্ছিল রাজ্য সরকার। করোনা কালে স্কুল বন্ধ থাকলেও প্যাকেট করে চাল-ডাল-আলু পড়ুয়াদের বাড়িতে প্রতিমাসে পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রাপ্তবয়স্ক মানুষদের জন্য এই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আজ কলকাতা পুরসভায় এই বিষয়ে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসন্ন বিধানসভার নির্বাচনের কথা মাথায় রেখেই ‘মায়ের রান্নাঘর’ দরজা খুলবে বলে আশা করছে শাসক শিবির।