ভবানীপুরের উপনির্বাচনে দিন ঘোষণা হতেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল ৷ গতকাল ফিরহাদ হাকিমের পর আজ এলাকায় দেওয়াল লিখনে নেমে পড়লেন দলের আর এক নেতা বিধায়ক মদন মিত্র ৷ রবিবার দুপুরে সেখানে গিয়ে রীতিমতো হইহই করে প্রচার শুরু করে দিলেন মদন মিত্র। একতারা বাজিয়ে সুর তুললেন- ”তোমায় হৃদমাঝারে রাখব, ছেড়ে দেব না।” যা মূলত ভবানীপুরে ‘ঘরের মেয়ে’র হয়ে প্রচারেরই কথা। তুলিতে সবুজ রং লাগিয়ে তিনি দেওয়ালে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। রবিবার দুপুরে সেখানে গিয়ে রীতিমতো হইহই করে প্রচার শুরু করে দিলেন মদন মিত্র। আর ঠিক সেই সময়ই ওই পথে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গাড়ি থামিয়ে কামারহাটির বিধায়কের শরীরের খোঁজ নেন তিনি ৷ অভিভাবকের মতোই তাঁকে রোদে বেশি ঘুরতে নিষেধ করেন তৃণমূল সুপ্রিমো ৷ পাশাপাশি কর্মী ও সমর্থকদের উৎসাহ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই যাতে কোভিডবিধি মেনে কাজ করেন, সেই সতর্কবার্তাও দিয়ে গেলেন।