জেলা

‘বুথে বুথে শুভেন্দু তৈরি করব’, নন্দীগ্রামে বিশ্বাসঘাতক শুভেন্দুর সঙ্গে ভোটযুদ্ধ লড়তে চান মদন মিত্র

সম্প্রতি মদন মিত্র পেয়েছেন পরিবহণ দফতরের গুরুত্বপূর্ণ দায়িত্বও। ভোটের আগে তৃণমূলের হয়ে জোর প্রচারে নেমেছেন মদন মিত্র, তোপও দাগছেন একের পর এক। এ দিন পানিহাটিতে তৃণমূলের মঞ্চে আরেকবার দেখা গেল তাঁকে স্বমহিমায়। শুভেন্দু অধিকারী, মুকুল রায়কে তুলনা করলেন পলাশির বিশ্বাসঘাতক জগত্‍ শেঠ, উমিচাঁদদের সঙ্গে। প্রচারমঞ্চে তাঁর মুখে শোনা গেল মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমার ডায়লগ, “মারব এখানে লাশ পড়বে…।” মদন মিত্র এদিন রীতিমতো তুলোধনা করেন শুভেন্দু অধিকারীকে। বলেন, শুভেন্দু কোনও বাঘ নয়, ওঁরা কাগুজে বাঘ। শুভেন্দু সম্পর্কে মদন মিত্ররও পর্যবেক্ষণ, হেলিকপ্টারে নিয়ে তিনি মুর্শিদাবাদ, মালদা গিয়েছেন। অপব্যবহার করেছন ক্ষমতার, কিন্তু দলকে পাল্টা ফেরত দেননি। মদন মিত্রের উবাচ, বুথে বুথে শুভেন্দু অধিকারী তৈরি করব। না হলে চিরদিনের জন্য পার্টি ছেড়ে চলে যাব। শুভেন্দু দিন কয়েক ধরেই বারবার বলছেন, তিনি সামান্য কর্মীর মর্যাদাটুকু ছাড়া আর কিছু চান না বিজেপি থেকে। দরকারে পতাকা লাগাতে চান তিনি। মদন মিত্রের বোঝাপড়া অনুযায়ী, শুভেন্দু এমনটা বলছেন কারণ তিনি জেনে গিয়েছেন ওই দলে তিনি কিছুই পাবেন না। শ্রীমিত্রের কথায় ‘ছিবড়ে করে ফেলে দেবে।’ এর পরেই নন্দীগ্রাম প্রসঙ্গে আসেন মদন মিত্র। তিনি চ্যালেঞ্জ নিয়ে বলেন, “যদি শুভেন্দু অধিকারীর হিম্মত থাকে নন্দীগ্রামে দাঁড়ান, আমি পার্টি নেতৃত্বকে বলব নন্দীগ্রামে দাঁড়াতে চাই।”