আগামীকাল জানা যাবে মূল্যায়ন পদ্ধতি
করোনা পরিস্থিতিতে রাজ্যে বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। কিন্তু ফল প্রকাশ এখনও হয়নি। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে জুলাইয়ের মধ্যেই। তবে কীভাবে তা মূল্যায়ন হবে সেই বিষয়ে আগামীকাল জানানো হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
উল্লেখ্য, পরিস্থিতিতে পরীক্ষা আদেও হবে কি না এই নিয়ে নানা মহলে নানা আলোচনা চলছিল ৷ শিক্ষা মহলের তরফে পরীক্ষা নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছিল ৷ মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণার কথা জানানো হলেও পরে তা বাতিল হয়ে যায় ৷ এরপরই রাজ্য সরকারের শিক্ষা দফতরের তরফে একটি নোটিস জারি করা হয় ৷ সেখানে সাধারণ মানুষ, অভিভাবক, বিশেষজ্ঞ এবং পড়ুয়াদের কাছে মতামত জানানোর আবেদন করা হয় ৷ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, আমার কাছে আমার ছেলে-মেয়ের ভবিষ্যৎ সবার আগে ৷ এই কথা মাথায় রেখে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে ৷ আমরা সাধারণ মানুষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের কাছে তাদের মতামতকে স্বাগত জানাচ্ছি ৷ মতামত নেওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, করোনা আবহে বাতিল হচ্ছে এ বছরের মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ ৭ জুন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, মোট ৩৪ হাজার ই-মেল এসেছে ৷ তার মধ্যে ৮৩ শতাংশ মানুষ পরীক্ষা না হওয়ার পক্ষে মতামত জানিয়েছেন । তাই এমন সিদ্ধান্ত ৷ তবে কীভাবে মূল্যায়ন হবে বা কবে পরীক্ষার ফলপ্রকাশ হবে তা জানাননি ৷