ফ্লাইওভার থেকে দ্রুতগতির গাড়ি সোজা এসে পড়ল রেললাইনের উপর। একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়ি। রবিবার সকাল সাড়ে ৭টা নাগাদ মহারাষ্ট্রের নাগপুরে ঘটেছে সেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বোরখেদি ফ্লাইওভার থেকে সজোরে দ্রুতগামী গাড়িটি পড়ে রেললাইনের উপর। জানা গিয়েছে, ওই সময়ে গাড়িতে ছিলেন মোট ৫ জন। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন প্রত্যেকেই। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।