জেলা

এখনই উঠছে না লকডাউন, আনলক প্ল্যান ঘোষণা করেও পিছিয়ে এল মহারাষ্ট্র

কোভিড মোকাবিলায় গত এপ্রিল থেকে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে মহারাষ্ট্রে। বৃহস্পতিবার রাজ্যের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী বিজয় ওয়াদ্দেত্তিয়ার ঘোষণা করেন, পাঁচ দফায় রাজ্যে কড়াকড়ি শিথিল করা হবে। মন্ত্রীর এই ঘোষণার পরেই বিকেলে উল্টো সুর শোনা যায় খোদ মুখ্যমন্ত্রীর দফতরে। রাজ্যের কোনও কোনও এলাকাকে চিহ্নিত করা হবে ‘লেভেল ওয়ান’ হিসাবে। সেখানে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে। অন্যদিকে রাজ্যের যে এলাকাগুলি লেভেল ফাইভ হিসাবে ঘোষণা করা হবে, সেখানে পুরোপুরি জারি থাকবে লকডাউন। কোনও অঞ্চলের পজিটিভিটি রেট ও অক্সিজেন বেডে থাকা রোগীর সংখ্যা অনুযায়ী রাজ্যকে বিভিন্ন জোনে ভাগ করা হবে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠকের পরে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ঘোষণা করেন, ১৮ টি জেলাকে লেভেল ওয়ান হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত জেলায় করোনার পজিটিভিটি হার ৫ শতাংশের কম। আর অক্সিজেন বেডের চাহিদাও কমে এসেছে ২৫ শতাংশের নীচে। এরপর সংক্রমণের তীব্রতার নিরিখে বাকি জেলাগুলিকেও স্তরীভূত করা হয়েছে। পুরোপুরি লকডাউন না উঠলেও বিধিনিষেধের কড়াকড়ি হালকা হচ্ছে সেখানে। স্তরভিত্তিক বাকি জেলাগুলিতেও ধীরে ধীরে কমিয়ে আনা হবে সরকারি বিধিনিষেধ। আগামী দিনে সংক্রমণ আর না বাড়লে গোটা রাজ্যেই লকডাউন তুলে নেবে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবসেনা সরকার।