খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহও
করোনা আবহে প্রায় দেড়মাস বন্ধ থাকার পর অবশেষে ২৩ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে গেছে বেলুড় মঠের দরজা। প্রতি বছর মহাশিবরাত্রির ব্রত পালিত হয় এখানে। এবারেও তার অন্যথা হবে না। শিবরাত্রির দিন সাধারণ মানুষের প্রবেশের অনুমতি দেওয়া হলেও একাধিক নিয়ম জারি করা হয়েছে বেলুড় মঠের তরফে। বেলুড় মঠের ওয়েবসাইটে শিবরাত্রির দিনের যাবতীয় নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।
মহাশিবরাত্রির দিন প্রথম প্রহরের পুজোয় কাউকে ঢুকতে দেওয়া হবে না। সকাল ৭টা থেকে ১১টা ও দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকছে মঠের দরজা। ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হলেও, করোনাকালে একাধিক নিয়ম মেনে চলতে হবে। বেলুড় মঠের ওয়েবসাইটে অনুরোধ জানানো হয়েছে –
- অনুগ্রহ করে মাস্ক/ফেস কভার পরুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন।
- অনুগ্রহ করে নিজের এবং অন্যদের মধ্যে কমপক্ষে ২ মিটার (৬ ফুট) দূরত্ব বজায় রাখুন।
- প্রবেশের সময় সমস্ত ভক্ত/দর্শকদের স্বাস্থ্য স্ক্রিনিং/থার্মাল স্ক্রিনিং করাতে হবে।
- শুধুমাত্র উপসর্গহীন (সরকার / ডব্লিউএইচও নির্দেশিকা অনুযায়ী) ভক্ত/দর্শনার্থীদের প্রাঙ্গনে প্রবেশ করতে দেওয়া হবে।
- বড় লাগেজ / লাগেজ নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হবে না, শুধুমাত্র ছোট হাত ব্যাগ নেওয়া যেতে পারে।
- মঠ প্রাঙ্গনে ফটোগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ।
- থুতু ফেলা কঠোরভাবে নিষিদ্ধ।
- দয়া করে ময়লা ফেলবেন না।
- ভক্তদের শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ মন্দির, শ্রী সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির এবং স্বামী ব্রহ্মানন্দ মন্দির – এই চারটি মন্দির দেখার অনুমতি দেওয়া হবে।
- অনুগ্রহ করে শুধুমাত্র দাঁড়িয়ে প্রণাম করুন।
- মন্দিরে সাষ্টাঙ্গ প্রণাম বা বসে প্রণামের অনুমতি দেওয়া হবে না।
- মন্দিরে বসা ও ধ্যান করা যাবে না।
- মন্দিরের নির্দিষ্ট জায়গায় নৈবেদ্য রাখতে হবে।
- পুরাতন মন্দির এবং স্বামীজির কক্ষে যাওয়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
- গঙ্গায় স্নান করার ক্ষেত্রে নিষেধ।
- পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রসাদ বিতরণ স্থগিত থাকবে।
এর পাশাপাশি তারকেশ্বর মন্দিরেরও খুলছে গর্ভগৃহ। মঙ্গলবার অর্থাৎ শিবরাত্রির দিনই। অতীতে মন্দির খুললেও করোনা আবহে গর্ভগৃহ ছিল বন্ধ। চোঙের মাধ্যমে শিবের মাথায় জল ঢালতেন ভক্তরা। কিন্তু মঙ্গলবার থেকে ভক্তরা সরাসরি পুজো করতে পারবেন। প্রসঙ্গত শিবরাত্রির দিন ২৪ ঘণ্টাই খোলা থাকে মন্দির। কোভিড সংক্রমণ যখন ভয়াবহ আকার ধারণ করেছিল, তখন অন্যান্য মন্দিরের মতো তারকেশ্বর মন্দিরও বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীতে মন্দির খুললেও একাধিক বিধিনিষেধ জারি ছিল। কখনও মন্দির পুনরায় বন্ধ রাখা হয়েছে। কিংবা খুললেও কোভিড বিধি মানতে হয়েছে ভক্তদের। কিন্তু মঙ্গলবার থেকে তারকেশ্বর মন্দিরে সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। শিবরাত্রির বিশেষ দিন থেকেই তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলল ভক্তদের। তবে মানতে হবে যাবতীয় কোভিড বিধি। মন্দির কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ীরা।