রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তকে তারকেশ্বর আসনে দলীয় প্রার্থী করেছে বিজেপি। রবিবার ওই প্রার্থিতালিকা ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই স্বপনের সাংসদপদ বাতিলের দাবি তুললেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নেটমাধ্যমে মহুয়া দাবি করেন, সংবিধানের দশম তফসিল অনুযায়ী, স্বপন ভোটে দাঁড়াতে পারেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য সাংসদ হিসেবে শপথ নেওয়ার ৬ মাস পর কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। যদিও এর পরিপ্রেক্ষিতে স্বপন কোনও মন্তব্য করেননি। টুইটে তিনি লেখেন, ‘বাংলার নির্বাচনে স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী। সংবিধানের ১০ তফসিলে অনুযা বলা রয়েছে, রাজ্যসভার কোনও মনোনীত সদস্য শপথগ্রহণ করার ৬ মাস পর যদি কোনও রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে তাঁর সদস্যপদ বাতিল হয়ে যায়। স্বপন শপথ নিয়েছিলেন ২০১৬-র এপ্রিলে। এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বিজেপি-তে যোগ দেওয়ার জন্য এখনই তাঁর সদস্যপদ বাতিল করতে হবে’। এর পরই আরও একটি টুইট করেন মহুয়া। সেই ট্যুইটে রাজ্য সভার মনোনীত সদস্যদের তালিকা পোস্ট করেন মহুয়া। যার মধ্যে রয়েছে স্বপন দাশগুপ্তের নাম। রবিবার মোট ৬৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। যার মধ্যে বড় চমক ছিল চার সাংসদের নাম। স্বপন দাশগুপ্ত ছাড়াও বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামাণিক এবং লকেট চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি। স্বপন দাশগুপ্ত ছাড়া বাকি তিন জনই অবশ্য লোকসভার সদস্য।