ম্যালেরিয়া আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। শুধু কলকাতা শহরেই চলতি মাস পর্যন্ত প্রায় ২৬০০জন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। শহরের ২৫, ৩৯, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৬১ ও ৬২ — এই আটটি ওয়ার্ডে ম্যালেরিয়া আক্রান্ত মানুষের সংখ্যা সবথেকে বেশি বলে খোদ কলকাতা পুরনিগম সূত্রেই জানা গিয়েছে। ঘটনার গুরুত্ব বিচার করে রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ। শুক্রবার রাতে এই নিয়ে তাই এক জরুরি বৈঠকে বসেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। বৈঠকে যোগ দেন বিধায়ক তথা পুরপ্রশাস্নের প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ সহ পুরকমিশনার ও পুরনিগমের উচ্চস্তরের আধিকারিকেরা। ফিরহাদের বলেন,ম্যালেরিয়া নিয়ে মানুষের সচেতনতা বাড়াতে হবে। পুরসভার স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তা নিয়ে প্রচার চালাচ্ছেন। মাইকিং করা হচ্ছে। তবে প্রচার সত্ত্বেও এখনও মশার উপদ্রব নিয়ে অনেকেই সচেতন হচ্ছেন না বলে জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেছেন, এখনও কারও গাড়ির টায়ারে, কারও বাড়ির রেফ্রিজারেটরে বা অন্যান্য বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। মানুষ সেসব ভ্রূক্ষেপ করছে না তবে এতেই আরও বেশি করে ম্যালেরিয়া ছড়াচ্ছে। বৃষ্টিতে বর্ণপরিচয় মার্কেটের অবস্থা নিয়েও সতর্ক হওয়ার কথা বলেছেন ফিরহাদ। সেখানে জমা জলে মশার বংশবৃদ্ধির আদর্শ পরিবেশ তৈরি হয়ে রয়েছে। পুর প্রশাসক এ বিষয়ে বলেন, মার্কেট বিভাগকে দায়িত্ব নিয়ে বিষয়টা দেখতে হবে। নিকাশি ব্যবস্থার কোনও সমস্যা সেখানে রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে।