জেলা

ওমিক্রন আক্রান্ত মুর্শিদাবাদের শিশুর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ

অবশেষে স্বস্তি । ওমিক্রন সংক্রামিত সন্দেহে সাত বছরের যে বালককে গতকাল মালদা জেলা স্বাস্থ্য দফতর মালদা মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি করেছিল, লালারসের নমুনা পরীক্ষায় ওই বাচ্চাটির নেগেটিভ রিপোর্ট এসেছে । বিষয়টি নিয়ে সন্দেহমুক্ত হতে বাচ্চাটির দু’বার লালারসের নমুনা পরীক্ষা করা হয় । দু’টি ক্ষেত্রেই মিলেছে নেগেটিভ রিপোর্ট। শুধু তাই নয়, তার পরিবারের কোনও সদস্যই করোনা সংক্রামিত না হওয়ায় প্রত্যেককেই আজ মালদা মেডিক্যাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।   উল্লেখ্য, গতকাল রাজ্য স্বাস্থ্য দফতর থেকে খবর আসে যে মুর্শিদাবাদের এক সাত বছরের বালক ওমিক্রনে আক্রান্ত । ওই বালক ১০ ডিসেম্বর তার অভিভাবকদের সঙ্গে আবু ধাবি থেকে হায়দরাবাদ আসে । ১১ তারিখ তারা কলকাতায় পৌঁছায় । সেদিনই তারা নিজেদের গাড়িতে মালদা চলে আসে । মাঝপথে বাচ্চাটির বাবা ফরাক্কার বেনিয়াগ্রামে তাঁর নিজের বাড়িতে নেমে যান । বাচ্চা ও তার মা কালিয়াচক চলে আসেন । এই খবর পাওয়ার পরেই জেলা স্বাস্থ্যদফতর তড়িঘড়ি ওই কিশোরের  খোঁজ শুরু করে । গতকালই ওই কিশোর-সহ পরিবারের চারজনকে নিয়ে আসা হয় মালদা মেডিক্যালের করোনা ইউনিটে । ওই কিশোরের সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয় । গতকাল ও আজ ওই কিশোর-সহ পরিবারের সবার আরটিপিসিআর টেস্ট করা হয় । সকলেরই রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে জেলা স্বাস্থ্য দফতরে ৷ আজ ওই পরিবারকে মেডিক্যাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।