জেলা

গুরুতর জখম মানিকচকের আইসি, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছিল পুলিশ, বললেন মালদার এসপি

মালদার মানিকচকে বৃহস্পতিবার স্থানীয়দের অবরোধ তুলতে গিয়ে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে পুলিশ। সাংবাদিক বৈঠক করে দাবি করলেন মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব। তিনি এ-ও জানিয়েছেন, অবরোধকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটও ছুড়েছে। আইসি সহ ৩জন পুলিশ কর্মী গুরুতর আহত। এই ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইন মেনে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন প্রদীপ। মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগে চলা অবরোধ তুলতে গিয়ে কেন গুলি চালিয়েছে পুলিশ, তা নিয়ে রিপোর্ট তলব করেছে নবান্ন। মানিকচক থানার এনায়েতপুরের বাসিন্দাদের অভিযোগ, দিনে বহু সময় বিদ্যুৎ থাকছে না সেখানে। বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার মানিকচকের ১০ জায়গায় অবরোধ করেন স্থানীয়েরা। অবরোধ তুলতে বিক্ষোভকারী এবং পুলিশের খণ্ডযুদ্ধ বাধে বলে অভিযোগ। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ। তাতে আহত হয়েছেন দু’জন। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন। পুলিশের দাবি, আত্মরক্ষার জন্যই গুলি চালানো হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে পুলিশ জানিয়েছে, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষজনকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করে, বোঝানোর চেষ্টা করে। ‘উত্তেজিত’ জনতা সেই অনুরোধে না শুনে পুলিশের উপর চড়াও হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মানিকচক থানার আইসি ঘটনাস্থলে পৌঁছলে জনতা আরও উত্তেজিত হয়ে ওঠে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয় বলে দাবি করা হয়েছে বিবৃতিতে। পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় মানিকচকের আইসি-সহ তিন পুলিশকর্মী আহত হয়েছেন। এর পরেও জনতা পেট্রল বোমা, ইট এবং লাঠি নিয়ে পুলিশকে তাড়া করে। প্রদীপের কথায়, ‘‘আইসি-সহ পুলিশ কর্মীরা কাছের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। ওই বাড়িতে দু’জন মহিলা, একটি শিশু এবং ছ’জন পুরুষ ছিলেন। সেই বাড়ি লক্ষ্য করেও ইট ছোড়া হয়। বাড়ির জানলা, দরজা ভেঙে গিয়েছে। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস, ছর্‌রা গুলি ছোড়ে।’’