দেশ

উত্তরপ্রদেশে মহিলাদের পোশাকের মাপ নিতে পারবেন না পুরুষ দর্জি, কাটবেন না চুলও! প্রস্তাব মহিলা কমিশন

পুরুষ দর্জি শরীরের মাপ নিতে পারবেন না মহিলাদের। পুরুষ নাপিত হলেও কাটতে পারবেন না মহিলাদের চুল। এমনই প্রস্তাব রাখল উত্তরপ্রদেশ মহিলা কমিশন। রাজ্যের মহিলাদের ‘খারাপ স্পর্শ’ বা নির্যাতন থেকে বাঁচানোর জন্যই পদক্ষেপ, বলে তাঁরা জানিয়েছেন। ২৮ অক্টোবর এক বৈঠকে মহিলাদের পোশাক তৈরিতে পুরুষদের মাপ নেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ জারি করার কথা ভাবা হয়। সিসিটিভি ক্যামেরা লাগানোর অনুমতিও দেওয়া হবে না এমনও প্রস্তাব রাখা হয়। মহিলা কমিশনের সদস্য হিমানি আগরওয়াল বলেন, “২৮ অক্টোবর, মহিলা কমিশনের সভায়, একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছিল যে শুধুমাত্র মহিলা দর্জিরাই মহিলাদের পোশাক তৈরির মাপ নিতে পারবেন। সেখানে সিসিটিভিও থাকবে।” রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান এই প্রস্তাব আনেন, সভায় উপস্থিত বাকিরা সেটিকে সমর্থন করেন। সেলুনে মহিলা নাপিত থাকলে তবেই সেখানে মহিলাদের চুল কাটা হবে, এমনই প্রস্তাব ওঠে। হিমানি বলেন, “আমরা মনে করি যে এই ধরণের পেশায় জড়িত পুরুষদের জন্যই নারীদের শ্লীলতাহানির ঘটনা বাড়ছে। পুরুষরা মহিলাদের খারাপ ভাবে স্পর্শ করার সুযোগ পায়! কিছু পুরুষের উদ্দেশ্যও ভাল নয়!” তবে তিনি সেই সঙ্গেই বলেন, “সব পুরুষেরই যে খারাপ উদ্দেশ্য তা নয়।” হিমানি জানান, এটি এখনও পর্যন্ত একটি প্রস্তাবই। মহিলা কমিশন পরবর্তীকালে এই বিষয়ে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করবে।