আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে কলকাতার রেড রোডে বসেছিল কুচকাওয়াজের আসর। সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য তিনি ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দেন রাজ্যবাসীকে। তিনি লেখেন, ‘’নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ এদিন গান্ধিমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে রেড রোড ধরে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে আসেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান শুরু দিকেই মুখ্যমন্ত্রী ভাল কাজের জন্য কয়েকজন পুলিশ আধিকারিকদের(IPS Officers) পুরষ্কার দিয়ে সম্মাণিত করেন। সেই সঙ্গে সম্মাণিত করা হয় ১১জন প্রশাসনিক আধিকারিককেও(IAS Officers)। এই প্রথম রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের পুরষ্কার দিয়ে সম্মাণিত করার রীতি চালু করল রাজ্য সরকার। এদিন Chief Ministers Police Medal for Outstanding Service পেলেন পুলিশের Western Zone’র ADG এবং IGP ত্রিপুরারি অথর্ব। Chief Ministers Police Medal পেলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ। অন্যদিকে যে ১১জন সরকারি প্রশাসনিক আধিকারিক এদিন পুরষ্কৃত হয়েছেন তাঁরা হলেন, ‘বি পি গোপালিকা, বিবেক কুমার, মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘমিত্রা ঘোষ, নারায়ণস্বরূপ নিগম, শান্তনু বসু, পি বি সেলিম, শরৎকুমার দ্বিবেদী, মুক্তা আর্য ও বিধান রায়। পুরষ্কার প্রদানের পরেই শুরু হয় কুচকাওয়াজ। খোলা জিপে অভিবাদন মঞ্চের দিকে ধীর গতিতে এগিয়ে আসেন প্যারেড কমান্ডার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক জয়েন্ট সিপি ট্রাফিক আইপিএস রূপেশ কুমার। এরপর একে একে আসে কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের অধীনস্থ বাহিনী। এ বছরই প্রথম রেড রোডের অনুষ্ঠানে ট্যাবলো নিয়ে মার্চে যোগ দেয় গার্ডেনরিচ শিপ বিল্ডারস ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। এছাড়াও স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় কোচবিহার জেলা থেকে আসা রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরাও ধামসা মাদল নিয়ে যোগ দেন। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নেন এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি নজর কাড়ে কলকাতা পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ ট্যাবলো, সম্প্রীতি ও একতার বার্তাঅতুলে ধরা তথ্য সংস্কৃতি বিভাগের ট্যাবলো, কলকাতার দুর্গাপুজো, নারী ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ দফতরের ট্যাবলো যেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে ধরা হয়। ছিল দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী, খেলা হবে প্রভৃতি বিষয়ের ট্যাবলো।