ভবানীপুরে উপনির্বাচনে প্রচারে বিজেপির সরকারকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা, ত্রিপুরায় দুর্গা পুজোর সময় ১৪৪ ধারা জারি হওয়া নিয়ে। মমতার প্রশ্ন, “বিজেপি নেতারা বরাবর অপপ্রচার করে বাংলায় দুর্গাপুজো হয় না। অথচ, ত্রিপুরায় অভিষেকদের আটকাতে দুর্গাপুজোর সময় ১৪৪ ধারা জারি করেছে। ১৪৪ ধারা জারি থাকলে পুজো হবে কী করে? ১৪৪ ধারা মানে তো ৪ জনের বেশি একসঙ্গে থাকা যাবে না। তাহলে কি ত্রিপুরার মানুষ দুর্গাপুজো করবে না? কালীপুজো করবে না?” তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘দুর্গা আর মা কালীকে ১৪৪ ধারা করতে যেওনা। মা খুব পাপ দেবে।’ প্রসঙ্গত, কিছু দিন আগে তৃণমূল ত্রিপুরায় মিছিল করতে চেয়ে থানায় আবেদন করে। কিন্তু বারবারই সেই আবেদন খারিজ হয়ে যায়। এমনকি আদালতে আবেদন করা হয় দলের তরফে। কিন্তু এরই মধ্যে ত্রিপুরা হাইকোর্ট ৪ নভেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারির নির্দেশ দেয়। ভবানীপুরের তৃণমূল প্রার্থীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তা হলে কি ত্রিপুরায় এ বার প্রতিমা ১৪৪ ধারার মধ্যে আসবে। ১১ অক্টোবর থেকে এ বছরের দুর্গাপুজো শুরু। আদালতের নির্দেশে ত্রিপুরার বেশ কিছু অংশে ওই সময় ১৪৪ ধারা জারি থাকবে। মমতার বক্তব্য, ত্রিপুরার বিজেপি সরকার ১৪৪ ধারা জারি করেছে পুজোর সময়। আর কেউ কেউ বলে থাকেন যে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। নাম না করেই তৃণমূল নেত্রীর নিশানায় মোদি-অমিত শাহ।