বিজেপিকে আক্রমণ করতে গিয়ে পূর্ব বর্ধমানের মেমারির জনসভায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল নেত্রী। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তাঁকে খুন করার চক্রান্ত হতে পারে বলে মন্তব্য করেন মমতা। ফের জনসভায় নন্দীগ্রামের কাণ্ডের প্রসঙ্গ টেনে অমিত শাহকে আক্রমণ করে বলেন, ‘অলরেডি পা খোঁড়া করে দিয়েছেন।’ এদিন ক্রমাগত অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা। স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘সবচেয়ে জঘন্য’ বলেও মন্তব্য করেন। তাঁর কথায়, ‘কাড়ি কাড়ি টাকা ছড়াচ্ছে। এত টাকা পায় কোথায় এরা! কত কিনবেন! কত দিন কিনবেন! কত কত খরচ করেন এক একটা মিটিংয়ে! হিসেব দেবেন! আমি জানি, আমি এসব বলার পরেই আপনারা আমায় খুন করার চক্রান্ত করবেন। অলরেডি পা খোঁড়া করে দিয়েছেন। জেনে রাখুন আমি ভয় পাই না। আমি বাঘের বাচ্চার মতো লড়ব। দেখি আপনারা কী করেন! কেউ প্রতিবাদ না করলে আমি করবই।’ নরেন্দ্র মোদির উদ্দেশে বলেন, ‘আপনার গৃহমন্ত্রীকে নিয়ন্ত্রণ করুন। দাঙ্গা লাগাচ্ছে, সন্ত্রাস ছড়াচ্ছে। আমার লজ্জা লাগে আজ যে বলতে হয় আমার পদবি বন্দ্য়োপাধ্যায়। আমি হিন্দু ঘরের ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার লজ্জা লাগে।’ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে মমতাকে দ্বিতীয়বার নোটিস পাঠিয়েছে কমিশন। তবে এদিন মমতা বলেন, ‘আমি রাজ্য পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীর দোষ দেখিনা। দোষ হল সব অমিত শাহের। ও একটা গুন্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে পুলিশকে দিয়ে এসব কাজ করাচ্ছে। আমাদের লোকাল কিছু পুলিশকেও কিনেছে। নিচুতলার পুলিশ নয়, উঁচু তলার পুলিশ।’