লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশেও তৃণমূল লড়াই করবে, এই বার্তা আগেই দিয়েছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার উত্তর প্রদেশে গিয়ে অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে দিল্লি দখলের বার্তা দিলেন তিনি। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বললেন, ‘আব কি বার, অখিলেশ সরকার’, একই সঙ্গে বলতে ভুললেন না, ‘আব কি বার, দেশ কা সরকার’। যোগী-রাজ্যে মমতার বার্তা, উত্তর প্রদেশ থেকে বিজেপিকে সরাতে পারলে, দেশ থেকেও সরবে বিজেপি। উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সমর্থনে প্রচার করতেই গিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার লখনউয়ে বিক্রমাদিত্য মার্গে সমাজবাদী পার্টির কার্যালয় থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন মমতা। আর সেখান থেকেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নেত্রী। মঙ্গলবার একদিকে অখিলেশ দাবি করলেন, ‘মমতাকে দেখে হারের ভয় আরও বেড়ে যাবে বিজেপির।’ আর সাংবাদিকদের মুখোমুখি হয়েই সোজাসাপটা বার্তা দিলেন মমতা। বললেন, ‘বিজেপিকে হারাতে হবে। আমি এটা বলতেই এসেছি। আমি উত্তর প্রদেশ নির্বাচনে লড়ছি না। তবে, দেশ কে যদি বিজেপির হাত থেকে বাঁচাতে হয়, তাহলে ভাই অখিলেশকে সমর্থন করতে হবে।’