কলকাতা

রাজ্য পুলিশের সিভিক ও আশা কর্মীদের বোনাসের ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও পাবেন বোনাস। তবে তার মধ্যে কোনও বিভেদ নেই। একই পরিমাণে বোনাস পাবেন রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও। এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আশা কর্মীদের পুজো বোনাসের কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকেও ধুয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার সকালে বোনাসের তফাৎ নিয়ে বিতর্কের সৃষ্টি করতে চেয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এক্স হ্যান্ডেলে তিনি প্রশ্ন তুলেছিলেন। তার কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা জবাব দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, “কিছু অসৎ উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক দল/ব্যক্তি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন ক্যাডারের মধ্যে বিভেদ ও শত্রুতা সৃষ্টির চেষ্টা করছে। আমি আশ্বাস দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও ৫,৩০০ টাকা করে পুজো বোনাস পাবেন, যেমন কলকাতা পুলিশের কর্মীরা পাচ্ছেন। এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীনস্থ আশা কর্মীরাও ৫৩০০ টাকা করে পুজো বোনাস পাবেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী পুজোর শুভেচ্ছাও জানিয়েছেন।