নারী দিবসের আগে কর্মীদের উপহার
নারী দিবসের আগে বিশাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগেই তিনি ঘোষণা করেছিলেন, বুধবার সকাল ১০টায় ফেসবুকে একটি বিশাল বড় ঘোষণা করবেন তিনি৷ সেই মতো বুধবার সকালে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি৷ মুখ্যমন্ত্রী বললেন, ‘বাংলার মানুষের সুখ-দুঃখের খেয়াল রাখা, তাঁদের হিতার্থে দিবারাত্রি কাজ করে যাওয়ার জন্য – আমি এবং আমার জনদরদি মা-মাটি-মানুষের সরকার সদা সচেষ্ট।’ ফেসবুক পোস্টে তিনি আরও লিখলেন, ‘আজ থেকে আমাদের গর্ব, সমাজের দিশা – আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পারদের মাসিক বেতন বৃদ্ধি করা হল। আমি আমৃত্যু এইভাবেই আপনাদের জন্য কাজ করে যাব। আপনারা ভাল থাকলেই, আমার ভাল থাকা।’ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে, আশা কর্মীদের এপ্রিল মাস থেকে বেতন বাড়ানো হল ৭৫০ টাকা করে৷ আর অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করা হল ৭৫০ টাকা করে৷ এ ছাড়া আইসিডিএস হেল্পারদের এপ্রিল মাস থেকে ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল৷ এ ছাড়াও আশা কর্মীদের ভাতাও ৭৫০ টাকা করে বৃদ্ধি করা হল৷ এই নতুন নিয়ম কার্যকর হবে ১ এপ্রিল থেকে৷ ফেসবুক থেকে সেই কথাই ঘোষণা করা হল৷ উল্লেখ্য, কিছুদিন আগেই রাজ্য বাজেটে মিড ডে মিল রাঁধুনিদের মাইনে ১০০০ থেকে ১৫০০ টাকা করা হয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ানো হয়। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন তিনি বুধবার বড় কিছু ঘোষণা করতে চলেছেন। এই প্রথ,ম সোশ্যাল মিডিয়ায় টিজার দিয়ে কোনও ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত, তিনি কী ঘোষণা করছেন সেই দিকেই তাকিয়ে ছিল বাংলা।