দেশ

বারাণসীতে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে তৃণমূল সুপ্রিমো, উঠল জয়-শ্রীরাম স্লোগান, মমতা পাল্টা দিলেন জয় হিন্দ

বিক্ষোভকারীদের উদ্দেশে মমতা বলেন, এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না

 বিধানসভা নির্বাচনের আবহে উত্তরপ্রদেশের বারাণসীতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মমতা ব্যানার্জিকে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল বিজেপি কর্মী। কিন্তু তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’ 
বারাণসীর গঙ্গার ঘাটে যাওয়ার মুখেই এই বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁকে দেখেই কালো পতাকা দেখালেন কয়েকজন বিজেপি কর্মী। এরপর তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলেন তাঁরা। উত্তেজনার মুহূর্তে চুপ থাকেননি তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান দেন মমতা। অন্যদিকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সমর্থকরা ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তোলেন। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে লখনউয়ে গিয়ে অখিলেশের হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে অখিলেশকে ‘ভাই’ বলে ডাকেন তিনি। এদিন বারাণসীর ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, ‘দিদি এবং ভাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ছে। বাংলায় শোচনীয় হারের ধাক্কা এখনও সামলাতে পারেনি তারা। উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে ওঁদের। তাই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা ওঁদের হতাশা ছাড়া আর কিছুই নয়।’