দেশ

পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 তিনদিনের ওড়িশা সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীতে ‘বাংলা নিবাসে’র জমি পরিদর্শনের পর বুধবার জগন্নাথ মন্দিরে পুজো দেন তিনি। মা-মাটি-মানুষের জন্য পুজো দিয়েছেন বলেই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরে পায়ে হেঁটেই প্রবেশ করেন মুখ্যমন্ত্রী। তাঁকে দেখতে মন্দির সংলগ্ন চত্বরে উপচে পড়ে ভিড়। দূর থেকে দাঁড়িয়ে সকলে হাত নাড়তে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। সেবায়েতদের মধ্যেও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। নিজ হাতে মন্দিরের প্রধান সেবায়েতকে উত্তরীয় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষের মঙ্গলকামনা করে এই পুজো দেন বলে জানান মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পুজো দেওয়ার আগে তিনি বলেন, “জয় জগন্নাথ। আমি খুব খুশি।” এদিন তাঁকে উড়িয়া ভাষাতেও কথা বলতে শোনা যায়।জগন্নাথ মন্দির দর্শনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীতে গড়ে উঠতে চলা বাংলার গেস্ট হাউসের জমিও পরিদর্শন করেন। পূর্ত দপ্তরের অফিসারদের নিয়ে গিয়ে যে জায়গায় বাংলার জন্য গেস্ট হাউস তৈরি হবে সেই স্পট পরিদর্শন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পুরী বাঙালিদের কাছে সেকেন্ড হোম। প্রত্যেক বছর বহু বাঙালি পর্যটক এখানে বেড়াতে আসেন। কিন্তু, বাংলার কোনও গেস্ট হাউস এখানে ছিল না। আমি ধন্যবাদ জানাচ্ছি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে । তিনি এই জমি দিয়েছেন। এখানে বাংলার গেস্ট হাউস গড়ে উঠবে।”