কলকাতা

‘স্টুডেন্ট উইক’ সমাপ্তি অনুষ্ঠানে ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী

নতুন বছরের শুরুতে পশ্চিমবঙ্গে পালিত হয় ‘স্টুডেন্ট উইক’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সর্বস্তরের পড়ুয়াদের জন্য এই উৎসবের আয়োজন করা হয় রাজ্য সরকারের তরফে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে স্টুডেন্ট উইক পালিত হয়। শেষ হচ্ছে এই উদযাপন। তাই আজ ‘স্টুডেন্ট উইক’-এর সমাপ্তি অনুষ্ঠানে হাজির হলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহব্যাপী বিভিন্ন স্কুল-কলেজের সমাপ্তি অনুষ্ঠানে যোগদান করার উদ্দেশে বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত হলেন ধনধান্য অডিটোরিয়ামে। স্কলারশিপ, বই খাতা বিতরণ, কন্যাশ্রী, সবুজ সাথী, একাধিক শিক্ষা সামগ্রী প্রদান করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবলাররা।